পোস্টগুলি

বিড়াল পালা কি জায়েজ?

ছবি
উত্তর :  যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিড়াল পালা জায়েজ। বিড়াল পালাতে কোন সমস্যা নেই। আমাদের সবার পরিচিত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, আবু হুরাইরা (রা) এর নাম আবু হুরাইরা হয়েছিল কারণ তিনি বিড়াল পছন্দ করতেন খুব। আবু হুরাইরা রা. এর নাম ছিল ‘আবদুশ শামস্ ইবনে ছখর। ইসলাম গ্রহণের পর আল্লাহর রাসূল সা. তাঁর নাম রাখেন ‘আবদুর রাহমান।’ ছোট বেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সবসময় খেলতেন। CatSocietyofBangladesh তা দেখে সাথীরা তাঁর নাম দেন আবু হুরাইরা (বিড়াল শাবকওয়ালা)। আস্তে আস্তে এ নামেই তিন সকলের মাঝে পরিচিত হন এবং তাঁর আসল নামটি ঢাকা পড়ে যায়। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহর সা. সাথে যখন তাঁর সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন ‘আবু হিররিন’। তাই তিনি আবু হুরাইরার পরিবর্তে আবু হিররিন নামটিকেই প্রাধান্য দেন। বিড়াল পবিত্র প্রাণী। বিড়াল কোন খাবার বা পানিতে মুখ দিলে তা নষ্ট হয় না। তা ব্যবহার করা যায়। # কাবশা বিনতে কাব ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। আবু কাতাদা তার নিকট আগমন করলেন, তারপর বর্ণনা